ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি ঘরোয়া পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে বিশেষ এই দিনটি উদযাপন করেছেন তিনি। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে কেক কাটার কিছু ছবি শেয়ার করেছেন বুবলী। ছবিগুলোতে দেখা গেছে, সন্তান ও বাবা-মার সঙ্গে আনন্দঘন মুহূর্তে কেক কাটছেন তিনি।
ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, “জীবনে এর থেকে সুন্দর সময় আর কী হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ্।” তার এই পোস্টে অনেক ভক্ত আবেগপ্রবণ হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
পরবর্তীতে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন বুবলী, যেখানে মা-ছেলের মজার খুনসুটির মুহূর্ত ধরা পড়ে। ভক্তদের মধ্যে এই পোস্টও দারুণ সাড়া ফেলে। অনেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাকিব খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “এই ফ্রেমে শাকিব খান পাশে থাকলে আরও সুন্দর লাগত।”
বুবলীর জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই। তিনি বাবা আবুল কাশেম এবং মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয়। তার শিক্ষাজীবনের শুরু উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। উত্তরা উইমেন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক এবং এমবিএ করেন।
সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ঢাকাই চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলী। তার সিনেমাগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়ে তিনি এখন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী।