শিরোনাম

সমালোচনার জবাবে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ফারুকী

Views: 12

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এই দায়িত্ব পাওয়ার পর থেকেই কিছু মহল থেকে তার অপসারণের দাবি উঠেছে। এমনকি গুঞ্জন ছড়িয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুকী।

ফারুকী তার পোস্টে লেখেন, “শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন, তাদের নিন্দা জানানোর ভাষা আমার নাই।”

তিনি আরও লেখেন, “হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন। আমি জানি না, শিল্পী দাবি করা একজন মানুষ কীভাবে আরেকজনের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন।”

ফারুকীর এই পোস্টের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যবহারকারী লেখেন, “এরা শিল্পী নয়, এরা সেফ ভার। এদের চিহ্নিত করে গ্রেফতার করলে তবেই মুক্তি মিলবে।”
অন্য একজন মন্তব্য করেন, “তাদের ন্যূনতম সেন্স অফ হিউমার নেই। এই পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, সেটাই তাদের ভার্চুয়াল অস্ত্র।”

গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের পর তিনি বলেন, “আমি কখনো কোনো পদ কিংবা চেয়ারে বসব, এটা ভাবিনি। তবে অধ্যাপক ইউনূসের সহকর্মী হওয়াটা লোভনীয়, না বলাটা মুশকিল।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *