শিরোনাম

বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক

Views: 10

চন্দ্রদ্বীপ ডেস্ক: সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি-চীন-ইরান যৌথ ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুলকরিম এরখারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন। সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। উভয় দেশ আন্তর্জাতিক আইন অনুসরণ, সার্বভৌম, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *