চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন আইজিপি হিসেবে বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়।
৬ আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। ৭ আগস্ট ডিএমপির নতুন কমিশনার হিসেবে ডিআইজি মো. মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের সাড়ে তিন মাসের মাথায় গতকাল এই দুই পুলিশ কর্মকর্তাকেই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।