শিরোনাম

ভেপিং: সিগারেট ছাড়ার সমাধান নাকি নতুন ঝুঁকি?

Views: 8

ধূমপানের আসক্তি থেকে মুক্তি পেতে ভেপিং অনেকের জন্য কার্যকর মনে হলেও এটি কিশোর ও তরুণদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ভেপের কাজের প্রক্রিয়া

ভেপ বা ই-সিগারেটে তামাকের পরিবর্তে থাকে নিকোটিন সমৃদ্ধ তরল পদার্থ। এটি গরম হয়ে ধোঁয়া তৈরি করে, যা সিগারেটের মতো ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত বলে অনেকে মনে করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভেপ সিগারেটের তুলনায় কম ক্ষতিকর, কারণ এতে কার্বন মনোক্সাইডের মতো উপাদান নেই।

স্বাস্থ্যঝুঁকি ও নিষেধাজ্ঞা

দীর্ঘমেয়াদে ভেপিংয়ের ক্ষতি নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও বিশেষজ্ঞরা এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তরুণদের মধ্যে এটি সিগারেট আসক্তির প্রবণতা বাড়াতে পারে। এ কারণে বিশ্বের প্রায় ৩০টি দেশ ভেপ নিষিদ্ধ করেছে।

ধূমপান ছাড়ার বিকল্প, কিন্তু সতর্কতা জরুরি

চেইন স্মোকারদের জন্য ভেপ ধূমপান ছাড়ার একটি কার্যকর মাধ্যম হতে পারে। তবে তরুণ ও কিশোরদের এর প্রতি আসক্তি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সচেতনতা বাড়িয়ে তাদের এ অভ্যাস থেকে দূরে রাখা প্রয়োজন।

করণীয়

ভেপিং নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এর সীমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। ধূমপান রোধে এটি উপকারী হতে পারে, তবে এর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *