শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পটুয়াখালীতে বিএনপির বিশাল জনসমাবেশ

Views: 14

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রিত হন, যার ফলে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা নেছারুল হক। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু।

সমাবেশে বক্তারা পটুয়াখালীতে বিএনপির ওপর সরকারি হামলা এবং সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, “গত ১৫ বছরে পটুয়াখালীতে বিএনপির অফিস ১৪ বার আক্রমণ করা হয়েছে এবং অফিসের পাখাও চুরি হয়ে গেছে।” বক্তারা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েও নিজেদের অবস্থান থেকে সরে আসিনি, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান পরিবর্তন করেছেন এবং দেশের বাইরে পালিয়ে গেছেন।”

এদিন, বিএনপির নেতাকর্মীরা পটুয়াখালী শহর এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। কিছু নেতাকর্মী হাতে ধানের ছড়া, জিয়াউর রহমানের ছবি ও প্লাকার্ড নিয়ে আসেন। পাশাপাশি, খালেদা জিয়ার প্রতিরূপ সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে শহর জুড়ে উত্তেজনা সৃষ্টি করেন।

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পটুয়াখালীকে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *