বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, যারা গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার ভাই শহীদ হয়েছে, তার লাশের ছবি যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হয়, তাহলে সেটা আমার ভাইয়ের রক্তকে অসম্মান করার সমান।”
শনিবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ৭৯ জন শহীদ পরিবারের সদস্যদের পাঁচ লাখ টাকা করে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্নিগ্ধ আরও বলেন, “যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগের মূল্য যদি না দেওয়া হয়, তাহলে তাদের নিয়ে কথা না বলাই ভালো।” তিনি গুজব রটানোর বিষয়টি তীব্রভাবে সমালোচনা করে বলেন, “গুজব ছড়ানো খুবই সহজ, কিন্তু যারা এতে জড়িত, তারা ভাবেন না যে এই গুজবের কারণে অন্যদের জীবন কীভাবে বিপন্ন হচ্ছে।”
তিনি আরও বলেন, “যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের সম্মান সর্বোচ্চ থাকবে এবং সরকারকেও নিশ্চিত করতে হবে যে শহীদরা এবং তাদের পরিবার প্রাপ্য সম্মান ও অধিকার পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান সহ অন্যান্য dignitaries।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম