বরিশালের উজিরপুরের সাতলা এলাকায় জমি দখল ও হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান শনিবার (২৩ নভেম্বর) বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।
মিজানুর রহমান অভিযোগ করেন, সাতলায় তার পরিবারের ২০ একর জমি এবং মাছের ঘের দখল করতে একাধিকবার চেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবৈধভাবে তাদের সম্পত্তি লুট করছে। সম্প্রতি, আরও একবার এই জমি দখল করার জন্য তারা চাপ সৃষ্টি করে। জমি দখলে ব্যর্থ হয়ে, তাকে বিভিন্ন মিথ্যা মামলায় হেনস্তা করা হয়। এমনকি উজিরপুর থানার সাবেক অফিসার ইনচার্জ জাফর আহমেদ, এসআই আশিক ও এএসআই সুমন তার থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা লুট করে নেয়।
তিনি আরও বলেন, গত ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং সাবেক জনপ্রতিনিধির সমন্বয়ে একদল সন্ত্রাসী তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় তার ভাই মনিরুজ্জামান মারাত্মকভাবে আহত হন এবং তার বোনের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। থানায় অভিযোগ দায়ের করেও কোনো সহায়তা পাননি তিনি। এরপর, ১৮ নভেম্বর বরিশাল আদালতে মামলাটি দাখিল করেন এবং আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মিজানুর রহমানের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ২৪ আগস্ট রাতের এক খুনের ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। যদিও তিনি ওই সময়ে থানায় উপস্থিত ছিলেন এবং ঘটনার সিসিটিভি ফুটেজেও তার উপস্থিতি স্পষ্ট।
এছাড়াও, তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি, সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি এবং কসবা আর্মি ক্যাম্পে লিখিতভাবে সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছেন এবং এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তবে সাবেক পুলিশ কর্মকর্তা জাফর আহমেদ তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম