চিত্রনায়িকা পরীমণি কাঁদতে জন্মাননি, বরং তিনি ছিলেন এক সাহসী, যোদ্ধা এবং প্রেমময়। তার জীবন বরাবরই আনন্দে ভরা, যেখানে কান্নার কোনো স্থান ছিল না। তবে সম্প্রতি, পরীমণির জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তার মুখে ফুটে উঠেছে কান্নার এক ভিন্ন রূপ। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে একটি সড়ক দুর্ঘটনায় তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, এই সংবাদটি তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
ইসমাইল হোসেন জমাদ্দার, যিনি পরীমণির প্রথম স্বামী ছিলেন, শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর খবরটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে পরীমণি তার ব্যক্তিগত জীবনের এই অধ্যায় কখনোই প্রকাশ্যে স্বীকার করেননি। মৃত্যুর পর, তিনি তার অতীতের সেই অধ্যায়কে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।
পরীমণি বর্তমানে (২৩ নভেম্বর) পিরোজপুরে অবস্থান করছেন, তার সন্তানদের সঙ্গে নানাবাড়িতে রয়েছেন। এদিন, পরী তার মুঠোফোনে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি তার কন্যাকে কোলে নিয়ে নানাবাড়ির উঠানে রান্নার মাংস তৈরি করতে দেখানো হয়। ভিডিওটির ক্যাপশনে পরী লিখেছেন, “আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।”
তবে পরীমণির প্রথম স্বামীর অকাল মৃত্যুর খবরটি যে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার কান্নার জায়গায়, পরী যে বিষয়টি স্মরণ করলেন, তা ছিল তার নানার স্মৃতি। কারণ, পরী ২৪ নভেম্বর তার নানার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্যই পিরোজপুর গিয়েছিলেন।
এদিন, পরী বলেন, “কাল (২৪ নভেম্বর) আমার নানুর প্রথম মৃত্যুবার্ষিকী। মিলাদের আয়োজন করেছি।”
এছাড়া, পরী তার পিরোজপুর সফরের বিষয়ে আরও বলেন, “বাড়িতে এসে মাটির চুলার রান্না খেতে ইচ্ছা করছিলো। আগে চুলা ছিলো। এবার এসে দেখলাম নাই। ফলে উঠোনের মধ্যে গর্ত করে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছি। এরপর দুপুরে লাকড়ি দিয়ে নিজ হাতে রান্না করলাম। একরকম পিকনিক বলতে পারেন।”
এটা প্রমাণ করে যে, পরীমণি জীবনের চরম বেদনাও আনন্দে পরিণত করার শক্তি রাখেন। একদিকে যেখানে তিনি তার নানার স্মৃতিতে অশ্রুপূর্ন, সেখানে অন্যদিকে তার সন্তানদের জন্য পিরোজপুরের ঐতিহ্যবাহী রান্নায় মগ্ন। পরীমণির এই মানবিকতার ছাপ তার ভক্তদের মধ্যে এক নতুন আলো ছড়িয়ে দিয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম