শিরোনাম

গুচ্ছে নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়

Views: 14

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ বিষয়ে নীতিগত প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৩ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি ভর্তি পরীক্ষা কিভাবে নেয়া যায় তার সম্পর্কে। সকলেই স্বতন্ত্রভাবে বা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সমর্থন করেছেন। এই প্রাথমিক সিদ্ধান্তে আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিতে চাই। বাকি কাজগুলো প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, “গুচ্ছ পদ্ধতির তুলনায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সময়ও কম লাগবে।”

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক জানান, “গুচ্ছ পদ্ধতিতে অনেক জটিলতা সৃষ্টি হয় এবং প্রায় ৬ মাস সময় লাগতো। কিন্তু, স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একমাস বা দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা একবারই সুযোগ পেত। তবে, নিজস্ব পদ্ধতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন, যা তাদের মেধা যাচাইয়ের সুযোগ বাড়াবে। এজন্য সেশনজটসহ অন্যান্য সমস্যা কমাতে আমরা একমত।”

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে এসব বিড়ম্বনা কম হবে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সময়ও কম লাগে, তাই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *