শিরোনাম

রাজধানীতে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৭

Views: 9

রাজধানীর মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে ৩ শিশুসহ দুই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে।

সকালে ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দগ্ধদের মধ্যে রয়েছে, আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) এবং শাহ্জাহান (৩৪)। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ। এদের মধ্যে আব্দুল খলিল, আব্দুল্লাহ ও মোহাম্মদকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানিয়েছেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে এবং দগ্ধদের অবস্থা সংকটজনক। আমরা তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও, কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *