শিরোনাম

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিডার

Views: 9

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, আশিক মাহমুদ এক চিঠিতে বলেন, চীন-ভিত্তিক যেসব ব্যবসায়ী তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র্য আনতে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় গন্তব্য হতে প্রস্তুত।

আশিক মাহমুদ বলেন, “মার্কিন নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্কহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা চীনের বিনিয়োগকারী বন্ধুদের আহ্বান জানাই এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমর্থন জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, বাংলাদেশ গার্মেন্টস, ইলেকট্রনিক্স, সোলার ভ্যালু চেইন এবং অটোমোটিভের মতো শিল্পে বিনিয়োগের জন্য সম্ভাবনা দেখছে এবং তাদের জন্য আকর্ষণীয় প্রণোদনা কর্মসূচি এবং সুবিধাসহ একটি অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত মাসে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ, বহুজাতিক ও স্থানীয় কোম্পানির অন্তত ২০০ জন প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করেন এবং জানান, নতুন মার্কিন প্রশাসনের অধীনে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ঝুঁকি এবং উৎপাদন বৈচিত্র্যময় করার ক্ষেত্রে ব্যাপক আগ্রহের কথা জানতে পেরেছি।”

চীনা ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ এর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ২০২২ সালে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম উৎস হিসেবে উঠে আসে। আশিক চৌধুরী আশা করেন, নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে এই প্রবণতা আরও বাড়বে।

আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগ ব্যাংকার হিসেবে গত এক দশক ধরে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণ আমি পর্যবেক্ষণ করেছি। নতুন মার্কিন রাজনৈতিক ল্যান্ডস্কেপে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই বিনিয়োগকারীদের উপযোগী প্রতিশ্রুতিসহ বাংলাদেশ তাদের ‘স্বাগত’ জানাতে আগ্রহী। এটি আমার প্রতিশ্রুতি।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *