শিরোনাম

আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান্ত

Views: 9

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর নিলামে একের পর এক চমক দেখা যাচ্ছে। বিশেষ করে প্রথম ঘণ্টাতেই এসেছে বড় খবর। শ্রীয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে চমক সৃষ্টি করেছিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। কিন্তু নিলামের পরবর্তী মিনিটগুলোতেই নতুন রেকর্ড তৈরি হয়। ঋষভ পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড!

আজ রোববার (২৪ নভেম্বর), সৌদি আরবের রিয়াদে আইপিএল ২০২৫ এর নিলাম শুরু হয়েছে। প্রথমেই শ্রেয়াস আইয়ারকে কিনে পাঞ্জাব কিংস নজর কাড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই এই রেকর্ড ভেঙে দেন ঋষভ পান্ত, যাকে ২৭ কোটি রুপিতে নিয়েছে লক্ষ্ণৌ। এর মাধ্যমে পান্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করলেন।

এছাড়া, মেগা নিলামে গুজরাট টাইটানস ১৫ কোটি ৫০ লাখ রুপিতে জস বাটলারকে দলে নিয়েছে। ৭ মৌসুম ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাটলার এবার গুজরাটে খেলবেন।

অন্যদিকে, গত মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবার ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

নিলামের শুরুতেই পাঞ্জাব কিংস আরশদীপ সিংকে ১৮ রুপিতে দলে নেয়, এবং এর পরেই শ্রেয়াস আইয়ারের জন্য পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। শেষমেশ পাঞ্জাব আইয়ারকে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নিয়ে চমক সৃষ্টি করে।

এই নিলামটি আইপিএল ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে, যেখানে সব দলেরই শক্তিশালী খেলোয়াড়দের দলে নেওয়ার জন্য বড় অঙ্কের টাকা খরচ করার প্রবণতা দেখা যাচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *