পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারী সমর্থকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) এ ঘটনায় ১৬ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা ইসলামাবাদে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি ছিল সংবিধানের ২৬ তম সংশোধনীর বিরুদ্ধে, সাধারণ মানুষকে গ্রেফতার বন্ধ করার এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার।
এদিকে, দেশব্যাপী শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। বিশেষ করে, ইসলামাবাদে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করারও খবর পাওয়া গেছে।
ইমরান খান গত ১৩ নভেম্বর ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন, যেখানে তিনি ২৪ নভেম্বর ইসলামাবাদে সমর্থকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। তবে এই বিক্ষোভের পর দেশটি উত্তপ্ত হয়ে উঠেছে, এবং পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম