শিরোনাম

বাউফলে ছাত্রদের বিক্ষোভের মুখে ইউএনও বশির গাজীকে অপসারণ

Views: 16

পটুয়াখালী জেলার বাউফলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীকে ছাত্র সমাজের বিক্ষোভের পর অপসারণ করেছে জেলা প্রশাসন। রোববার (২৪ নভেম্বর) সকালে বাউফল সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা ইউএনও’র অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীরা আন্দোলনে যোগ দেন।

ছাত্রদের দাবি, ইউএনও মো. বশির গাজী দুর্নীতিতে লিপ্ত এবং তিনি ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনা সরকারের সহযোদ্ধা। তাদের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দুর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পুনর্বাসন করতে চেষ্টা করেন। যদিও ৪ দফায় তার বদলি আদেশ হলেও এক বিশেষ মহলের হস্তক্ষেপে বারবার আদেশ স্থগিত হয়ে যায়।

আরো পড়ুন :  মাস্টার ইউনুসের জীবন ও কর্ম নিয়ে বাউফলে আলোচনা

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মো. বশির গাজীর বদলি ও বিচারের দাবিতে আন্দোলন শুরু করলে, বিশেষ মহল ছাত্রদের কিছু প্রতিনিধিকে ম্যানেজ করে আন্দোলন বন্ধের চেষ্টা করে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার (২৩ নভেম্বর) ফেসবুকে পোস্ট করে জানায়, আন্দোলন স্থগিত করা হয়েছে এবং বশির গাজী বাউফলের জনতার পক্ষে কাজ করতে রাজি হয়েছেন। কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং আজ (২৪ নভেম্বর) বিক্ষোভ করে।

অবশেষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুর ১২টার দিকে ইউএনও মো. বশির গাজীকে অপসারণ করা হয়। তার অপসারণের পর ছাত্র সমাজের আনন্দ মিছিলের মধ্য দিয়ে আন্দোলন শেষ হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *