বরগুনার তালতলী উপজেলার বড়পাড়া এলাকায় একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। আহত মাদক ব্যবসায়ীর নাম জাকির হাওলাদার (৪০), তিনি বড়পাড়া গ্রামের মরহুম ময়জুদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হাওলাদার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সম্প্রতি মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছগির হাওলাদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে, ছগিরের পায়ে দুই রাউন্ড গুলি করে জাকির। এরপর, স্থানীয়রা জাকিরকে আটক করে এবং তাকে গণপিটুনি দেয়। তারপরে খবর দেওয়া হলে যৌথবাহিনী ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
এ ঘটনায় দুজনেই আহত হন, যার মধ্যে একজন আহত হয়েছেন মাদক ব্যবসায়ী জাকির হাওলাদার। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আমতলী তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে যৌথবাহিনী বড়পাড়া এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। এরপর তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গণপিটুনিতে জাকির আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম