শিরোনাম

ঝালকাঠি সদর হাসপাতালে গলায় দড়ি বাঁধা নবজাতকের মরদেহ উদ্ধার

Views: 11

ঝালকাঠি সদর হাসপাতালের ড্রেনে গলায় দড়ি বাঁধা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে এ হৃদয়বিদারক দৃশ্যটি উদ্ধার হয়। ঘটনাটি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাইনি ওয়ার্ডের পেছনের ড্রেনের দিকে চোখ পড়তেই তারা থমকে যান। ড্রেনের ময়লা আবর্জনার মধ্যে গলায় দড়ি বাঁধা অবস্থায় ভাসতে দেখা যায় একটি নবজাতক শিশুর মরদেহ। এ দৃশ্যটি সকলকে স্তম্ভিত করে দেয় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

হাসপাতালে আসা নূরজাহান নামে এক রোগীর স্বজন বলেন, “এ ধরনের পৈশাচিক ঘটনা আগে কখনো দেখিনি। নবজাতক শিশুর গলায় দড়ি বাঁধা এমন ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এটিএম মেহেদী হাসান সানি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া নবজাতকটি একটি ছেলে শিশু। তবে এখনো শিশুটির পরিচয় এবং কে বা কারা তাকে এমনভাবে ফেলে রেখে গেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *