ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চারজন মুসল্লি নিহত এবং অনেক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারতের উত্তর প্রদেশে মুঘল আমলের একটি জামে মসজিদকে হিন্দুরা মন্দির বলে দাবি করে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দেয়। এরই জেরে পুলিশের গুলিতে চারজন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনা চরম অমানবিক ও ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “ভারতে বিজেপি সরকারের আমলে মুসলিম মসজিদ ও মাদ্রাসাগুলোর ওপর পরিকল্পিত আক্রমণ বেড়েই চলেছে। মসজিদের স্থানে মন্দির থাকার মিথ্যা দাবি তুলে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ স্বীকৃত মানবিক ও ধর্মীয় অধিকারের লঙ্ঘন।”
তিনি ভারতের মুসলিম জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধর্মীয় অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে ভারতের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান এবং সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হতে বলেন।