শিরোনাম

দল পেলেন না যেসব নামী তারকা

Views: 11

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশের সমর্থকদের মাঝে তাই একরাশ হতাশা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবারের নিলামে আরও দেখা গেছে।

মুস্তাফিজ কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ কিংবা কিংবদন্তি বনে যাওয়া ক্রিকেটারদের অনেকেই দল পাননি নিলামে। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল ৭৫ লাখ রুপি। দুজনের কারো প্রতিই আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজগুলোর।

দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। আইপিএলে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তি মূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *