বরগুনার নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইম উদ্ভাবন করেছেন একটি অত্যাধুনিক ‘স্মার্ট জুতা’, যা নারীদের বাইরে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। এই জুতা ব্যবহারের মাধ্যমে নারীরা সহজেই বিপদের সময় দ্রুত সহায়তা পেতে পারবেন। এতে রয়েছে লোকেশন ট্র্যাকিং, এসএমএস এবং লাইভ কলের মাধ্যমে পুলিশ বা স্বজনদের কাছে দ্রুত পৌঁছানোর সুবিধা।
বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে উদ্ভাবিত এই স্মার্ট জুতাটিতে রয়েছে ২৫০ ভোল্টের বৈদ্যুতিক শক সিস্টেম, যা আক্রমণকারীদের প্রতিহত করতে সাহায্য করবে। এলাকাবাসী সাইমের উদ্ভাবনটিকে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে দেখছেন এবং এর সম্ভাবনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
আবদুল্লাহ আল সাইম, যিনি বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ কালামের ছেলে, বরগুনার এভারগ্রিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, তিনি শুধু স্মার্ট জুতা নয়, বিমান, ড্রোন, অন্ধ মানুষের জন্য চশমা, রাডারসহ আরও অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
‘স্মার্ট জুতা’ সম্পর্কে সাইম জানিয়ে বলেন, এতে একটি পুশ বাটন থাকবে, যা অনিচ্ছাকৃতভাবে চাপ পড়বে না। যখন কেউ বিপদে পড়বে, তখন ওই বাটনে চাপ দিলে প্রথম চাপে এসএমএস এবং পরের চাপে সরাসরি কল চলে যাবে, ফলে ঘটনাস্থলের পরিস্থিতি জানা যাবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে।
এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে দেশীয় ইলেকট্রনিক সামগ্রী, এবং জুতাটিতে রয়েছে আটো চার্জিং সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। স্মার্ট জুতাটি প্রাথমিকভাবে দুই মাসে তৈরি হলেও, পুরোপুরি কার্যকরী হওয়ার জন্য কিছু কাজ বাকি রয়েছে।
সাইমের মা শাহনাজ আরা শারমিন জানান, ছোটবেলা থেকেই সাইম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করতে ভালোবাসত। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইমের বাবা, স্কুল শিক্ষক মো. হাবিবুল্লাহ কালাম বলেন, “আমরা গর্বিত হলেও অর্থের অভাবে তাকে এগিয়ে নিতে সমস্যা হচ্ছে। সরকারের সহযোগিতা পেলে সাইম দেশের জন্য বড় কিছু করতে পারবে।”
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি বলেন, “সাইমের এই উদ্ভাবন যদি বাস্তবায়িত হয়, তবে তা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম