শিরোনাম

‘পুষ্পা ২’-এর আইটেম গানে নাখোশ নেটিজেন

Views: 10

দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ এর আইটেম গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সামান্থা রুথ প্রভুর আবেদনময়ী উপস্থিতি এবং গতির সাথে মিলিত গানটি এখনো বহু ভক্তের মনে ঠাঁই করে রয়েছে। সেই গানটির সাফল্যের পর, দর্শকদের মাঝে ‘পুষ্পা ২’-এর আইটেম গান সম্পর্কে আগ্রহ ছিলো স্বাভাবিকভাবেই। অবশেষে গত রাতে মুক্তি পেয়েছে সেই বহুল প্রতীক্ষিত গান ‘কিসসিক’, যা দেখতে ও শুনতে পাওয়া গেছে টিএসির ইউটিউব চ্যানেলে।

‘কিসসিক’ গানটি মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূর্ণ হয়েছে, তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। এই গানটির লিরিক্যাল ভিডিও মুক্তির সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নিজেদের মন্তব্য শেয়ার করতে শুরু করেছেন। অনেকেই বলছেন, গানটি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম গানের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এমনকি, কিছু দর্শক শ্রীলীলার পারফরম্যান্সের সঙ্গে সামান্থা রুথ প্রভুর তুলনা করে বলেছেন, ‘শ্রীলীলা প্রত্যাশা পূরণ করতে পারেননি’।

গানটির লিরিক্যাল ভিডিওর মধ্যে আল্লু অর্জুন এবং শ্রীলীলার কিছু ঝলকও দেখা গেছে। তবে বেশিরভাগ ভক্তই গানটির গতি এবং মিউজিকের সঙ্গে পুরোপুরি মেলাতে পারছেন না। ইউটিউবে ভিডিওর নিচে অনেক মন্তব্যে দেখা গেছে, কেউ কেউ গানটির প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। এক দর্শক মন্তব্য করেছেন, “এটা কোনো গান হলো?” আরেকজন লিখেছেন, “প্রথম সিনেমার গানটি ছিল ইন্টারন্যাশনাল, কিন্তু এইটা ন্যাশনাল।”

এদিকে, ‘পুষ্পা ২’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার এবং এটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ প্রথম কিস্তির সকল তারকা। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি, এবং মুক্তির পর প্রেক্ষাগৃহে এটি কতটা ব্যবসা করতে পারবে, সেটি এখন দেখার বিষয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *