শিরোনাম

ভোলায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হত্যার প্রতিবাদ

Views: 10

ভোলার লালমোহনে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন-এর সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসকনকে দ্রুত নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করা হয়।

মঙ্গলবার রাত ৮টায় শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলিমদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলী আজগর, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল, নাহিদ, রাহাত, আতিকুর রহমান সহ আরও অনেকে। বক্তারা ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান এবং এডভোকেট সাইফুল ইসলামের হত্যার বিচার দাবি করেন।

এ সভা ও বিক্ষোভে লালমোহনের বিভিন্ন পেশা শ্রেণি ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *