চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
এছাড়া, একই দাবিতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলাদা মিছিল করে। এসব মিছিল থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ করার জোরালো দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, “ইসকন সন্ত্রাসী সংগঠন, অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।” শিক্ষার্থীদের এমন প্রতিবাদে শহরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।