শিরোনাম

মঠবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

Views: 9

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থক হওয়ায় ও দাকি করা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর, যখন কামাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে তুলে সাপলেজা মাছবাজারে নিয়ে গিয়ে মারধর করা হয়। আহত কামাল চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর পর ২৬ নভেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

নিহত কামাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

কামালের বোন ফরিদা বেগম জানিয়েছেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আওয়ামী লীগ করার জন্য অপবাদ দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে ২৩ নভেম্বর তাকে সাপলেজা মাছবাজারে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা তার কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষরও নেয়। হামলার পরে কামাল ২৫ নভেম্বর স্থানীয় শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মো. রুবেলসহ ৫ জনের বিরুদ্ধে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

এ সময় ৯৯৯ নম্বরে ফোন করা হলেও কোন সাড়া মেলেনি, পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।”

মঠবাড়িয়া সেনাক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান হামলার বিষয়ে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং হামলাকারীদের ডেকে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান।

এদিকে, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *