শিরোনাম

ঝালকাঠিতে টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Views: 10

ঝালকাঠিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, কৃষি বিপণন কর্মকর্তা টি. এম. মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।

অভিযানে একটি প্রতিষ্ঠানে ১৬৭ টাকার সরকার নির্ধারিত মূল্যের তেল ২০০ টাকায় বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, প্রতিষ্ঠানটি প্রায় ১৭ লাখ টাকার তেল মজুদ করে রাখছিল এবং উৎপাদনকারীর সঙ্গে যোগসাজশে মূল্য কারসাজি ও ভুয়া ভাউচার প্রদর্শন করছিল। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য মজুদ করা হয়। বোতলজাত তেল ভেঙে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি এবং পোলাও চালের মোড়ক নিজে তৈরি করেও বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এই সব কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা করা হয় এবং শিশুখাদ্যগুলো জব্দ করা হয়।

অপর একটি প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্সের এই অভিযান অব্যাহত থাকবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *