শিরোনাম

হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে ‘জয়’ ঘোষণা করেছে

Views: 9

লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরাইলের বিরুদ্ধে “বিজয়” অর্জন করেছে এবং তাদের যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বৈরুত থেকে এএফপি এ খবর নিশ্চিত করেছে।

ইরান সমর্থিত এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, “ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহ’র কাছ থেকে আমাদের বিজয় এসেছে।” তারা সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করলেও জানায়, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং আক্রমণের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে।

ইসরাইল ২৩ সেপ্টেম্বর লেবাননের হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বোমা হামলা চালানোর পর গাজা যুদ্ধের জন্য ইরান-সমর্থিত এই গোষ্ঠী এক বছর পর আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর স্থল সেনা পাঠায়। সংঘর্ষ চলাকালে ইসরাইল হিজবুল্লাহকে ব্যাপক আঘাত করতে সক্ষম হলেও দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করতে পারেনি।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “ইসরাইলি বাহিনী আমাদের কোনও শহর দখল করতে বা তাদের সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।” তারা আরও দাবি করেছে, “আমরা তাদের আক্রমণের শেষ দিন পর্যন্ত তাদের লক্ষ্যবস্তু করব।”

যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, হিজবুল্লাহকে ইসরাইল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে হবে এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *