শিরোনাম

পিরোজপুরে সড়কের উপরে বাড়ি, চলাচলে দুর্ভোগ

Views: 11

পিরোজপুরের কাউখালী উপজেলার সড়কের উপর একটি বাড়ি দাঁড়িয়ে রয়েছে, যা প্রতিদিনের চলাচলে ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উপরে অবস্থিত এই বাড়িটি অজ্ঞাত কারণে স্থান ছাড়ছে না তার মালিক। ফলে এই এলাকার সড়কটি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার মুখে পড়ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এক ব্যক্তির গোঁড়ামির কারণে এটি যাতায়াতকারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।

পিরোজপুরের সাথে নেছারাবাদ উপজেলার সড়ক যোগাযোগের একমাত্র পথটি কাউখালী উপজেলা দিয়ে চলে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ, এই সড়ক দিয়ে চলাচল করেন। তবে কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি ব্রিজ সংলগ্ন রাস্তার মাঝ বরাবর বাড়িটি অবস্থান করায়, রাস্তার অপর পাশ থেকে আসা যানবাহন বা মানুষ হঠাৎ করেই দেখা যায় না। এই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেকেই দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর এভাবে অবস্থিত বাড়িটি তাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটির অপসারণের দাবি দীর্ঘদিন ধরে উঠছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বাড়িটি নিয়ে আদালতে মামলা চলছে, যার কারণে বাড়িটি সরাতে তারা পারছেন না। তবে, সড়ক বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, মামলার জটিলতা শেষ হওয়ার পর সড়কের জায়গা থেকে বাড়িটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মাওলানা নুরুল হক, বাড়ির মালিক, জানিয়েছেন যে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, এবং তিনি বাড়ি সরানোর জন্য প্রস্তুত নন। সড়ক ও জনপথ বিভাগ বর্তমানে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

স্থানীয় অটোচালক লিটন হোসেন বলেন, “রাস্তার প্রায় মাঝখানে এই বাড়িটি থাকার কারণে আমাদের অটো চালাতে খুবই সমস্যা হয়। সামনের অংশ আমরা দেখতে পাই না, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে।” তিনি আরও বলেন, “বাড়িটির কারণে আমরা যে ঝুঁকিতে আছি, তা সমাধান হওয়া দরকার।”

পিরোজপুরের বাস ও ট্রাক চালকরা জানিয়েছেন, বাড়িটির কারণে তাদের চলাচলে অসুবিধা হয়। সামনে কিছু না দেখতে পেয়ে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, “সব জটিলতার অবসান ঘটিয়ে রাস্তার উপর থেকে বাড়িটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি কথা বলবেন না বলে জানান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *