শিরোনাম

নিহত আইনজীবীর পরিবারের জন্য ফান্ড গঠন করা হবে: ধর্ম উপদেষ্টা

Views: 13

চট্টগ্রাম আদালতে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, এই ফান্ড সংগ্রহের দায়িত্বে থাকবে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত ও মোনাজাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে।” তিনি এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সরকার তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলেও জানিয়েছেন।

এছাড়া, ধর্ম উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে।” তিনি দেশের জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, “এ বিষয়টি আদালতে বিচারাধীন, সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।”

এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে।” তিনি সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পরে শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। এছাড়া, শহিদ সাইফুলের পরিবারের জন্য এক কোটি টাকার সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক, এবং আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *