শিরোনাম

পবিপ্রবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থী বহিষ্কার ও জরিমানা

Views: 14

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার বিবরণ:

গত ২৩ নভেম্বর রাতে এম কেরামত আলী হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্তরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরপর শৃঙ্খলা বোর্ডের ৪০তম সভায় তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাস্তির তালিকা:

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার:

তানভিরুল ইসলাম সিয়াম (ব্যবসায় প্রশাসন অনুষদ) – ৩ সেমিস্টার

প্রিতম কারন (ব্যবসায় প্রশাসন অনুষদ) – ৩ সেমিস্টার

মো. ইউনুস খান ইফতি (কৃষি অনুষদ) – ২ সেমিস্টার

জুনায়েদ হোসাইন (ব্যবসায় প্রশাসন অনুষদ) – ২ সেমিস্টার

হল থেকে বহিষ্কার ও জরিমানা:
এক বছরের জন্য হল থেকে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে:

সৌরভ সরকার শাওন, জিহাদ হাসান জিম, গোলাম রাব্বি, ওমর ফারুক, খালিদ মাহমুদ রুপকসহ আরও ৮ শিক্ষার্থী।

ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে:

এমএ জুবায়ের, মো. সোহেল, সনাতন চন্দ্র রায়।

অর্থ জরিমানা:
কাচিং মং মারমা, মো. নুর মোহাম্মদ সরকার, মিনহাজুল ইসলামকে ৩ হাজার টাকা করে এবং সুপেল চাকমাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা:

বহিষ্কৃত শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হলে অবস্থান করতে পারবে না। দণ্ডিত অর্থ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, “শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কোনো ধরনের আপস করবে না। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।”

 

র‍্যাগিংয়ের বিরুদ্ধে পবিপ্রবির প্রশাসনের এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতে এমন ঘটনা রোধে উদাহরণ হয়ে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *