বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী আয়শা আক্তার মিলা (২১) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পরেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মিলার মা জেসমিন বেগম জানিয়েছেন, গত ২৬ নভেম্বর বিকেলে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকা থেকে মিলা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা জানান, মিলা সেদিন কলেজ থেকে বাসায় ফেরেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন।
মিলার বাবা আব্দুল হান্নান রাঢ়ী মেয়ের নিখোঁজে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি জানান, পরিবারের কেউ কোনোভাবেই ধারণা করতে পারছে না কীভাবে এবং কেন মিলা নিখোঁজ হলো।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলা উদ্ধারে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম