শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একদফা ঘোষণা

Views: 10

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবি জানিয়ে একদফা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য নিয়োগের তিন মাস পার হলেও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নাম পরিবর্তন, জুলাই মাসের বিপ্লবের হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়া, ওষুধের অভাব, দুর্ঘটনা রোধে পদক্ষেপের অভাবসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা। তারা আরও জানান, বিপ্লবের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে ২২ দফা দাবি জানানো হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা বলেন, “আগামীকাল রোববার উপাচার্য আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা তার সম্মানার্থে বসবো, তবে আমাদের দাবি একটাই—তাকে পদত্যাগ করতে হবে।” তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে তারা কর্মসূচি ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহেদ। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *