পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে তিন পরিবহন কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল আর পি পরিবহন, মর্ডান পরিবহন, এবং সি-লাইন পরিবহনে তল্লাশি চালায়। এতে অন্তত ২৫ মণ জাটকা ইলিশসহ শতাধিক বৈধ সামুদ্রিক মাছের ডোপ জব্দ করা হয়। জব্দকৃত বৈধ মাছ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
অবৈধ জাটকা ইলিশ স্থানীয় ৯৬টি মাদরাসা এবং উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
ইউএনও মো. রবিউল ইসলাম জানান, “অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে তিন পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের মাধ্যমে নিষিদ্ধ মাছের পরিবহন বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম