বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে, এবং ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছিল। এই মাসের শুরুতেই নতুন এক উদ্যোগের কথা জানালেন জনপ্রিয় নির্মাতা, অভিনেত্রী এবং গায়িকা মেহের আফরোজ শাওন।
রোববার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করে শাওন জানিয়ে দেন যে, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন। গানটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, “বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব। যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয়, তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।”
আরো পড়ুন : ঢাকার আন্দোলন-বিক্ষোভ নিয়ে মেহের আফরোজ শাওনের ব্যঙ্গাত্মক মন্তব্য
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন, যখন লাল-সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে স্থান পায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। মূলত, বিজয় দিবসের মাসটিকে স্মরণীয় করে রাখতে শাওন প্রতিদিন একটি করে দেশাত্মবোধক গান তার ফেসবুক পেজে শেয়ার করবেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম