শিরোনাম

সোনাজয়ী শুটার সাদিয়া মারা গেছেন

Views: 8

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। সোমবার বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। দলগত ইভেন্টে দিল্লির ওই আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা।

তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে সোনার পদক জেতেন তিনি। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি।মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *