Views: 8
চন্দ্রদ্বীপ ডেস্ক: আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, গাজায় এখন যুদ্ধবিরতি কিংবা বন্দীবিনিময় চুক্তির মতো কোনো অবস্থা নেই। তবুও আমরা সেজন্য কাজ করে যাচ্ছি।
মার্কিন ব্রডকাস্টার এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা এই অঞ্চলের মূল খেলোয়াড়ের সাথে গভীরভাবে যোগাযোগ করছি। আজও এই বিষয়ে আমাদের তৎপরতা ছিল।
মার্কিন এই কর্মকর্তা বলেন, আমরা আলোচনা-পর্যালোচনা চালিয়ে যাবো। আমরা আশাবাদী যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীবিনিময় চুক্তিতে পৌঁছা যাবে। তবে এখন ওই অবস্থা নেই।