চন্দ্রদ্বীপ ডেস্ক: রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরেকোরে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শেষ খবর অনুযায়ী, এতে নিহত হয়েছেন ৫৬ জন দর্শক।
এনজেরেকোরে গিনির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। সেখানে গিনির সামরিক সরকার প্রধান মামাদি দৌমবৌয়ার সম্মানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সোমবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা।
ম্যাচের দুই দলের সমর্থকদের লাঠি ও পাথরের আঘাতে মৃত্যু হয়েছে কয়েক জনের, আবার বেশ কয়েকজন পদ দলনের শিকার হয়েও মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বহু মানুষ স্টেডিয়ামের উঁচু দেওয়াল পার হওয়ার চেষ্টা করছেন।