শিরোনাম

ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Views: 7

বরিশালে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে ছাত্র ও রাজনৈতিক দলগুলো ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে। বেলা সাড়ে ১১টায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনপি পৃথকভাবে এই বিক্ষোভে অংশ নেয়। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতের আগ্রাসন বন্ধের দাবি জানায়।

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টায় হাসপাতাল রোড, সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট, গীর্জা মহল্লা হয়ে সাড়ে ১২টার দিকে সদর রোড অশ্বনী কুমার হলের সামনে এসে তাদের বিক্ষোভ শেষ করেন। অপরদিকে, মহানগর বিএনপির উদ্যোগে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ১টার দিকে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের মধ্যে শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ভারতের উগ্রবাদীরা আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, যার অংশ হিসেবে তারা হামলা চালিয়েছে।”

আরেক শিক্ষার্থী রাখি বলেন, “স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেওয়া হবে না। ভারত কোনোদিনও বাংলাদেশের বন্ধু ছিল না।”

শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, “ভারতের উগ্রবাদীরা আমাদের সীমান্তে প্রবেশের চেষ্টা করেছে, যা স্পষ্টতই তাদের দুঃসাহসিকতা। বাংলাদেশ জেগে উঠেছে, আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না।”

বিক্ষোভকারীরা এ সময়ে ভারতের আগ্রাসন বিরোধী নানা স্লোগান দেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি বড় মিছিল সদর রোড প্রদক্ষিণ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *