বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার শক্তিশালী প্রতিবাদী ভূমিকার কারণে ফারজানা সিঁথি দেশের বিভিন্ন অঞ্চলে ভাইরাল হন। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তার প্রতিবাদী রূপ প্রশংসিত হয়েছিল। কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে ফের আলোচনায় আসেন সিঁথি, তবে এবার নেতিবাচক অর্থে ভাইরাল হন। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু পুরোনো ঘটনাগুলো ছেড়ে নতুন গল্পে হাজির হয়েছেন ফারজানা সিঁথি। এবার তিনি আসিফ আকবরের গানের মডেল হিসেবে সবার সামনে এসেছেন। গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’-তে মডেল হয়ে ভাইরাল তরুণী সিঁথি মঞ্চে ধরা দিয়েছেন। গানের ভিডিওতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী।
গানটির লিরিক্স এমন: “আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা,
মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা,
ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার,
ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার।”
এ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আসিফ আকবর এবং মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির সুর এবং সংগীত করেছেন রাজীব ও মোনা, এবং কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানের ভিডিওতে প্রায় পাঁচ মিনিট ব্যাপী দেখা গেছে সিঁথি এবং সাদীর রোমান্টিক দৃশ্য।
মঙ্গলবার রাতেই আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ গানটি দেখেছেন, যেখানে ভাইরাল তরুণী সিঁথি এবং আসিফ আকবরের যুগলবন্দী চমক সৃষ্টি করেছে।