শিরোনাম

পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারতের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

Views: 11

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক; যা আগে থেকেই ঢাকার হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা যতটুকু জানি, এটা ১০ ডিসেম্বর হবে; একদিন আগেও হতে পারে।”

বৈঠকটি ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) নামে পরিচিত। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘গতিশীলতা’ ফিরবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এমন সময় বৈঠকটি হতে যাচ্ছে, যখন নানা ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে।

এ বৈরিতা আরও কিছুটা বেড়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সাম্প্রতিক হামলার ঘটনার মধ্য দিয়ে।

এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এটা খুবই স্পষ্ট, আমরা চাই ভালো সম্পর্ক। তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে, দুইপক্ষকেই চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।”

পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনায় নিয়মিত আলোচনার প্ল্যাটফর্ম এফওসি। সর্বশেষ বৈঠক হয় ২০২৩ সালের নভেম্বরে; দিল্লিতে।

এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ভারতের নেতৃত্বে থাকবেন সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এবার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে গত ২১ নভেম্বর এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছিলেন, “কী বিষয়ে আলোচনা হবে, তা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয়, সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। কেবল নির্দিষ্ট বিষয় আসবে, সে রকম নয়।

“সাধারণত বর্তমান যে সম্পর্ক সেটার বিষয়গুলো আসে, ভবিষ্যতে এই সম্পর্ক সম্প্রসারণের কী কী ক্ষেত্র চিহ্নিত করা যায় সেই বিষয়গুলোও আসে। কাজে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে। বলা যায় দুদেশের সম্পর্কের সব বিষয় স্থান পাবে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *