শিরোনাম

শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এলসি খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

Views: 14

বাংলাদেশ ব্যাংক শরিয়াভিত্তিক ৬ ব্যাংকের এলসি খোলার জন্য শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। এসব ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। এই ব্যাংকগুলো গত সরকারের সময় বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের দখলে ছিল।

আগে এসব ব্যাংকে এলসি খোলার জন্য ১০০ টাকার এলসি বিপরীতে ১০০ টাকা মার্জিন রাখতে হতো, যা এখন আর বাধ্যতামূলক নয়। এখন ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা যাবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্বামীর নির্যাতনে তিন সন্তানের মায়ের অসহায় জীবন

এস আলম গ্রুপের দখলে থাকা এসব ব্যাংকগুলি ২০১৪ সালের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির মধ্যে ছিল। অন্তর্বর্তী সরকারের সময় এস আলম গ্রুপের দখলমুক্ত করে ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠন করা হয় এবং পরে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এসব ব্যাংকে ঋণ বিতরণ ও বিনিয়োগে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়েছিল, যার মধ্যে এসওডি এবং শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগের শর্ত ছিল।

এছাড়া, ওই সময়ে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, কৃষি, চলতি মূলধন, সিএমএসএমই, প্রণোদনা প্যাকেজ এবং নিজ ব্যাংকে রক্ষিত এফডিআরের বিপরীতে বিনিয়োগ ছাড়া অন্য কোনো বিনিয়োগ করা যাবে না। ৫ কোটি টাকার বেশি বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এর পাশাপাশি, মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া স্থিতির বিনিয়োগ সুবিধা নবায়ন না করার নির্দেশনা ছিল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *