শিরোনাম

গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই

Views: 16

দেশাত্মবোধক গান ‘এই পদ্মা এই মেঘনা’-এর গীতিকার ও সুরকার আবু জাফর আর আমাদের মাঝে নেই। দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আবু জাফর বাংলাদেশের এক প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি এবং সংগীতশিল্পী। তার রচিত বহু গান আজও মানুষের মুখে মুখে ফিরে আসে। ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’ সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন তিনি। আবু জাফর ছিলেন একাধারে শিক্ষকও, চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন আবু জাফর। তার পিতা খোন্দকার মো. জমির উদ্দিন ছিলেন একজন সমাজসেবক। সংগীতের প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকেই ছিল এবং তিনি রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত গীতিকার ও সংগীতশিল্পী হিসেবে কাজ করেছেন।

আবু জাফরের গানে দেশাত্মবোধক সুর ও বক্তব্য ছিল যা মানুষের মন ছুঁয়ে যেত। তার সর্বাধিক জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ অন্যতম, যা দেশের শৃঙ্গী গানে পরিণত হয়েছে। তার গানের সুর, সংগীত ও গীতিকবিতা আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে।

মৃত্যু পরবর্তী আবু জাফরের অবদানকে আমরা চিরকাল স্মরণ করবো। তার সৃষ্টির মধ্যে তিনি যে কালজয়ী গানগুলো রেখে গেছেন তা দেশের সংগীত ইতিহাসে একটি অমূল্য রত্ন হয়ে থাকবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *