শিরোনাম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি শহরের ৬০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক: হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরাইলি শহর মেতুলার ৬০ শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

ইসরাইলি মিডিয়ার বরাতে আল-মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে।

সেখানকার ৪৫০টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০ ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।

মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, ‘আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কী কী অবশিষ্ট আছে, সে বিষয়ে আমরা অনিশ্চিত’।

তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন। যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত।

মেয়র আজুলাই জানান, ঐ এলাকায় ১০০টি বাড়ির মধ্যে অন্তত ৭৫ ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহার অযোগ্য। সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন।

এছাড়াও ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলে ২০,০০০ বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আজুলাই আরও উল্লেখ করেন, দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন শেকেলের (ইসরাইলি মুদ্রা) বা ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি। সূত্র: মেহের নিউজ এজেন্সি

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *