ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি আসন্ন সিনেমা ‘ফেলুবক্সী’ নিয়ে আসছেন দর্শকদের সামনে। এই সিনেমাটি ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। সিনেমার পোস্টার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরীমণি, যেখানে মুক্তির তারিখ হিসেবে ১৭ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।
এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে পরীমণি লাবণ্য চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী মধুমিতা সরকার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
নিজের চরিত্র সম্পর্কে পরীমণি বলেন, “এই চরিত্রটি নিয়ে অনেক আগ্রহ ছিল, কারণ লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি অনেকটা প্রস্তুত ছিলাম। সিনেমাটি কতটা ভালো হয়েছে, দর্শকরাই তা মুক্তির পর বিচার করবেন।”
‘ফেলুবক্সী’ সিনেমার পরিচালক দেবরাজ সিনহা সিনেমাটি সম্পর্কে জানিয়ে বলেন, “এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা, এবং নাম শুনে যেভাবে অনেকে ভাবতে পারেন, সিনেমাটি তেমন কিছু নয়। চিত্রনাট্যের পুরো মজা উপভোগ করতে হলে সিনেমাটি অবশ্যই দেখতে হবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম