বরিশালের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে পড়ে কলেজছাত্র আবির হাসান হিরার (১৭) করুণ মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিনোদনকেন্দ্র ভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজের দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবির হাসান হিরা বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ গ্রামে। তিনি মো. রাশেদের ছেলে।
আবিরের সহপাঠী হৃদয়ের ভাষ্যমতে, তারা চারজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন। ছবি তোলার সময় আবির ব্লকের ওপর উঠলে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম