শিরোনাম

বরিশালের সাবেক এমপি টিপু কারাগারে

Views: 8

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে এ আদেশ দেওয়া হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হামলার অভিযোগে গোলাম কিবরিয়া টিপু ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, টিপুসহ আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে হামলা চালান। বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে, ভোটারদের ভয় দেখিয়ে কেন্দ্র দখল করেন। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ভোট জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থী টিপুকে বিজয়ী করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম জানান, আত্মসমর্পণের সময় টিপু জামিন আবেদন করেন। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলাটি দায়ের করেন বাবুগঞ্জের বিএনপি নেতা আনোয়ার হোসেন হেমায়েত। এতে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবরে মুলাদী ও বাবুগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং তার ফাঁসির দাবি জানান। অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করা হয়েছে।

সাবেক এমপি টিপুর গ্রেফতারের ঘটনায় বরিশালের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *