শিরোনাম

কুয়াকাটায় যুবদলের তিন নেতা বহিষ্কার

Views: 12

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি এবং একই ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত শনিবার রাতে কুয়াকাটার একটি হোটেল ‘হ্যান্ডি কড়াই (বার)’ ভাঙচুরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। তবে বহিষ্কৃতরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী বলেন, “আমাদের কেন বহিষ্কার করা হলো তা আমরা জানি না। আমরা কোনো অপরাধ করিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।”

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, “বারে হামলার অভিযোগ শুনেছি। তবে দলের নিয়মের বাইরে যারা যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় দলের নিয়ম-নীতিতে অটল থাকব।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *