“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক (টিআইবি) যৌথভাবে এ আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং দুদকের উপপরিচালক তানভীর আহমেদ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সাইকেল র্যালি উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সনাকের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
সভায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তানভীর আহমেদ স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সনাক (টিআইবি)-এর সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল র্যালি ও জনসচেতনামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে নতুন মাত্রা যোগ করবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম