শিরোনাম

নতুন ব্যান্ডউইডথ প্যাকেজে সাশ্রয়ী ইন্টারনেট সেবা

Views: 8

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গ্রাহকদের দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নতুন দুটি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে। এই উদ্যোগ গ্রাহকদের খরচ কমিয়ে ইন্টারনেট সেবাকে আরও কার্যকর করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজ দুটি হলো— ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ’ এবং ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’। শূন্য বকেয়া রাখা গ্রাহকদের জন্য এই প্যাকেজে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

প্যাকেজগুলোর বিবরণ:
প্রথম প্যাকেজ আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ। এই প্যাকেজের আওতায় নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নেওয়া গ্রাহকরা বোনাস হিসেবে তিনটি ১০জি সার্কিট বিনামূল্যে পাবেন। তবে বিল অবশ্যই প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং কোনো বকেয়া রাখা যাবে না।

দ্বিতীয় প্যাকেজ লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ। এটি আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজে শূন্য বকেয়া থাকা গ্রাহকরা ৫০% অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস পাবেন। তবে সুবিধাটি শুধুমাত্র কুয়াকাটা ও কক্সবাজার পপের মাধ্যমে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিএসসিপিএলসির ওয়েবসাইটে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন এই প্যাকেজ চালু করায় ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *