শিরোনাম

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পাবে চলতি মাসেই

Views: 9

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী সিনেমাটি প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ‘Democracy Pvt. Ltd.’ মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পায় ‘৮৪০’ সিনেমার অফিসিয়াল পোস্টার। একই দিনে সিনেমাটির মুক্তির তারিখও প্রকাশ করা হয়। এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় অভিনয়শিল্পীরা।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগিতায় রয়েছে ইম্প্রেস টেলিফিল্ম। সিনেমার চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম এবং সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ। সম্পাদনার দায়িত্বে ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনায় ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।

এর আগে ফারুকী ‘৪২০’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেন, যা বাংলাদেশে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলোকে স্যাটায়ার হিসেবে তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘৮৪০’ সিনেমায় সেই একই ধারার প্রতিফলন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *