শিরোনাম

দুমকীতে উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগল আটক

Views: 14

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে প্রেমিক যুগলকে আটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বসবাসরত ওই যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।

সূত্র জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দুমকী উপজেলা পরিষদের কর্মচারীরা ডাক বাংলোর ভেতরে এক যুবক ও যুবতীকে বসবাস করতে দেখে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন মাহমুদকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়ে ওই যুগলকে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, “ডাক বাংলোতে কেউ বসবাস করছে, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। কেয়ারটেকারকেও মোবাইলে পাচ্ছি না। বিষয়টি জেলা পরিষদে লিখিতভাবে জানানো হবে।”

পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. জিল্লুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে যাই। প্রক্টরিয়াল বডি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।” তবে পবিপ্রবি প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনে যোগাযোগযোগ্য না থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *